শেষ হল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। রোববার সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। এনিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল দলটি।
এক ঝলকে চলুন দেখে নেই এবারের আইপিএল
চ্যাম্পিয়ন : চেন্নাই সুপার কিংস (২০ কোটি রূপি)
রানার্স-আপ : সানরাইজার্স হায়দরাবাদ (১২ কোটি ৫০ লাখ রূপি)
ফাইনালে ম্যাচসেরা ও সুপার স্ট্রাইকার : চেন্নাই সুপার কিংসের শেন ওয়াটসন (৫ লাখ ও ১ লাখ রূপি)
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) : ১৭ ম্যাচে ৭৩৫ রান, হায়দরাবাদের কেন উইলিয়ামসন (১০ লাখ রূপি)
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট) : ১৪ ম্যাচে ২৪ উইকেট, পাঞ্জাবের আন্দ্রে টাই (১০ লাখ রূপি)
ইমার্জিং প্লেয়ার : দিল্লির রিশাব পন্ত (১০ লাখ রূপি)
স্টাইলিশ প্লেয়ার : দিল্লির রিশাব পন্ত (১০ লাখ রূপি)
পারফেক্ট ক্যাচ : দিল্লির ট্রেন্ট বোল্ট (১০ লাখ রূপি)
সুপার স্ট্রাইকার : কেকেআরের সুনীল নারিন (১০ লাখ রূপি)
মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার : ১৫ ম্যাচে ৩৫৭ রান ও ১৭ উইকেট, কেকেআরের সুনীল নারিন (১০ লাখ রূপি)
ফেয়ার প্লে ট্রফি : মুম্বাই ইন্ডিয়ান্স
সেরা ভেন্যু (সাত ম্যাচের বেশি আয়োজন) : কলকাতার ইডেন গার্ডেন (৫০ লাখ রূপি)
সেরা ভেন্যু (সাত ম্যাচের কম আয়োজন) : মোহালি, পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন (২৫ লাখ রূপি)।
Discussion about this post