রোববার রাতে ঢাকায় ফাইনালে ভারতকে হারানোর পর থেকেই চলছে উৎসব। সোমবার বীর ক্রিকেটাররা দেশে ফেরার পর সেই উচ্ছাস যেন ভিন্ন মাত্রা পেল। বিমান থেকে ট্রফি হাতে অধিনায়ক লাসিথ মালিঙ্গা বের হওয়ার পরই হাজার হাজার শ্রীলঙ্কান ক্রিকেটপ্রেমী চিৎকারে ফেটে পড়েন।
বীরোচিত সংবর্ধনা পেল আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কান ক্রিকেট দল। কলম্বো বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রাস্তায় হাজির হয়েছিল হাজারো ক্রিকেটপ্রেমী।
বিমানবন্দর থেকে বাসে প্রেসিডেন্ট রাজাপাকসের বাসভবন টেম্পল ট্রিসে যান কুমার সাঙ্গাকারা-মাহলে জয়াবর্ধানেরা। এ সময় ৩৫ কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার ক্রিকেটপ্রেমী দলকে অভিনন্দন জানায়। বাসের ওই প্যারেড মোটরসাইকেল ও গাড়ি নিয়ে ক্রিকেটামোদীরাও অনুসরণ করেন।
১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১৮ বছর পর ফের বড় কোনো ট্রফি জিতল শ্রীলঙ্কা ক্রিকেট দল।
Discussion about this post