হার দিয়েই শুরু হলো মিশন! ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় পাকিস্তানের বিপক্ষে শুক্রবার নেতৃত্ব দিলেন নুরুল হাসান সোহান। যদিও ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ম্যাচটাতে একটু সতর্ক হলে জেতাও যেতো। হয়নি তেসন কিছুই। সেই পুরোনো ভুলে সর্বনাশ।
ক্রাইস্টচার্চে পাকিস্তানের কাছে ২১ রানে হেরে টুর্নামেন্ট শুরু হয়েছে বাংলাদেশ দলের। রান ব্যবধান অবশ্য তেমন কিছুই জানাচ্ছে না। রান তাড়ায় লড়াইটা ঠিকঠাক জমিয়ে তুলতে পারেনি বাংলাদেশ। অথচ হ্যাগলি ওভালে পাকিস্তানকে ১৬৭ রানে আটকে রাখা বেশ ভালই বলতে হবে। তবে আক্ষেপ হতে পারে দুই স্ট্রাইক বোলার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের বোলিং। তারা রান দিয়ে গেছেন।
কিন্তু তাসকিন আহমেদ ও অন্য বোলাররা সতর্ক ছিলেন বলেই বাংলাদেশ বিরতিতে স্বস্তি নিয়ে লাঞ্চ করে। তারপর ব্যাটসম্যানরা লড়তে পারলেন কোথায়? যেখানে আগেই বলা হয়েছিল বিশ্বকাপের আগে এই সিরিজে বাড়তি চাপ নেই। দল খেলবে নির্ভার হয়ে। ফলাফলের ব্যাপারটা মূখ্য নয়।
এ অবস্থাতেও মানসিকতা বদলালো না। স্লো খেললেন ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে রান মাত্র ৬৪। লিটন দাস ২৬ বলে ৩৫ তুলে যা একটু লড়লেন। আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, সাব্বির রহমানরা হতাশই করলেন। যা একটু লড়াই করলেন ইয়াসির আলি চৌধুরি, ২১ বলে ৪২ রান তুললেন তিনি।
এ অবস্থায় পাকিস্তানের কাছে হেরে ভারপ্রাপ্ত অধিনায়ক সোহান জানালেন, কিছু ভুলেই এমনটা হয়েছে। এখন উন্নতির বিকল্প নেই। সোহান বলেন, ‘অবশ্যই আমরা কিছুটা হতাশ। উইকেট ভালো ছিল। আমাদের বোলাররাও সত্যিই ভালো করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করা প্রয়োজন, আমরা সেদিকে তাকিয়ে আছি। বোলাররা ভালো করেছে, তবে এখানেও কিছু জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিংয়ে আমরা মাঝের ওভারগুলোয় দ্রুত উইকেট হারিয়েছি। এদিকে খেয়াল রাখতে হবে। লিটন ও রাব্বি ভালো ব্যাট করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমরা সেটির অপেক্ষায় আছি।’
সোহান সংবাদ সম্মেলনে আরও যোগ করেন, ‘পরের ম্যাচগুলোর জন্য আমাদের কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। সামনে বিশ্বকাপেও আছে। কিছু জায়গায় উন্নতি করতে হবে, যা বিশ্বকাপে আমাদের ভালো করতে সহায়তা করবে।’
রোববার ত্রিদেশীয় ক্রিকেটে সিরিজে ফের মাঠে নামবে বাংলাদেশ। যেখানে নেতৃত্বে থাকবেন সাকিব আল হাসান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
Discussion about this post