ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং বদলালো না। সেই একই হতশ্রী অবস্থা। যেন খেলতেই ভুলে গেছে টাইগাররা। অ্যান্টিগার পর জ্যামাইকাতেও কিছু করা হচ্ছে না। অবশ্য আগের টেস্টের মতো একশর আগে শেষ হয়নি ইনিংস। সেখানে প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউটের লজ্জায় ডুবেছিল দল। এবার অবশ্য এলোমেলো ব্যাট করলেও শেষ পর্যন্ত জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪৯ রানে অলআউট।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে সকালের একটু পরই বল হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে দিন শুরু করে। মনে হচ্ছিল রান পাহাড়ে উঠবে তারা। কিন্তু এরপরই ছক উল্টে দেন মেহেদী হাসান মিরাজ আর আবু জায়েদ চৌধুরী। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসে ৩৫৪ রান তুলে অলআউট।
মেহেদী হাসান মিরাজ স্পিন যাদুতে তুলে নেন ৫ উইকেট। সুইংয়ের ঝড় তুলে আবু জায়েদ চৌধুরী শিকার করেন ৩ উইকেট। শুক্রবার সকালে তার স্পেল ছিল ৬-৩-৬-২! বিস্ময়কর!
সব মিলিয়ে ইনিংসে ৫ উইকেট পান মিরাজ। ২০১৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। ৪ বছর পর দেশের বাইরে ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোন বোলার।
কিন্তু এরপর ব্যাট করতে নেমেই সব চুপসে যায়। তামিম ইকবাল শুধু কিছুটা লড়লেন। দলীয় সর্বোচ্চ ৪৭ রান আসে তার ব্যাটে। লিটন দাস ১২। মুমিনুল হক কোন রানই করতে পারলেন না। আগের ইনিংসেও শুন্য রানে ফিরেছিলেন তিনি। অধিনায়ক সাকিব আল হাসান ৩২ রানে ফিরে গেলে বিপদে পড়ে দল।
সেখান থেকে কেউই পথ দেখাতে পারেন নি! ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। নুরুল হাসান সোহান মুশফিকুর রহীম কেউই রান পেলেন না! ফলো-অনে পড়ে বাংলাদেশ। তবে স্বাগিতকরা বাংলাদেশকে না পাঠিয়ে নিজেরাই ২য় ইনিংসে ব্যাট করতে নেমেছেন। ২য় দিন শেষে তারা তুলেছে ১ উইকেটে ১৯ রান। ৯ উইকেট হাতে নিয়ে লিড ২২৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১২ ওভারে ৩৫৪/১০ (ব্র্যাথওয়েট ১১০, স্মিথ ২, পাওয়েল ২৯, হোপ ২৯, হেটমায়ার ৮৬, চেইস ২০, ডাওরিচ ৬, হোল্ডার ৩৩*, পল ০, কামিন্স ০, গ্যাব্রিয়েল ১২; আবু জায়েদ ৩/৩৮, মিরাজ ৫/৯৩, তাইজুল ২/৮২) ও ২য় ইনিংস: ৯ ওভারে ১৯/১ (ব্র্যাথওয়েট ৮, স্মিথ ৮*, পল ০*; আবু জায়েদ ০/৮, মিরাজ ০/৮, রাব্বি ০/৩, সাকিব ১/০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৪৯/১০ (তামিম ৪৭, লিটন ১২, মুমিনুল ০, সাকিব ৩২, মাহমুদউল্লাহ ০, মুশফিক ২৪, সোহান ০, মিরাজ ৩, তাইজুল ১৮, কামরুল ০*, আবু জায়েদ ০; গ্যাব্রিয়েল ২/১৯, পল ২/২৫, কামিন্স ১/৩৪, হোল্ডার ৫/৪৪)।
Discussion about this post