অফ ফর্ম তাকে ছিটকে দিয়েছিল দলের বাইরে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে ফের আলোচনায় আসেন তিনি। তবে জাতীয় দলে ডাক পাওয়া নিছকই সৌভাগ্য বলতে হবে! সৌম্য সরকারের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে উঠে এসেছেন তিনি। একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ!
গত মঙ্গলবার অনুশীলনে বাম পাজরে চোট পান সৌম্য। পরদিন একটি এমআরআই করানোর পর জানতে পারেন দুঃসংবাদ। তাইতো মাঠের বাইরে চলে যেতে হল তাকে। দলে জায়গা পেলেন ইমরুল। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে ৬৪ বলে ৫৬ রান করেন তিনি।
৭ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
Discussion about this post