ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যতোই দিন যাচ্ছে তিনি যেন হয়ে উঠছেন রেকর্ডের বরপুত্র। ব্যাট হাতে রান ফোয়ারায় শুধু থেমে থাকছেন না নেতৃত্ব দিয়ে ভারতকে এনে দিচ্ছেন বিস্ময়কর সব সাফল্য। ২০১৮ সালটা মনে রাখার মতোই কেটেছে বিরিট কোহলির। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার তিনি গড়লেন ইতিহাস। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ২০১৮ সালের প্রায় সব পুরস্কারই নিজের করে নিয়েছেন ভারত অধিনায়ক।
বর্ষসেরা ক্রিকেটার (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি)। বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার। ২০১৮ সালে সাফল্যের পথ ধরে আইসিসির এই শীর্ষ তিন বর্ষসেরা ট্রফি-ই জিতলেন কোহলি। একসঙ্গে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার তিনটি পুরস্কার এর আগে কেউই জিততে পারেনি।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন কোহলি। এক বছরে একই সঙ্গে শীর্ষ তিন ব্যক্তিগত বর্ষসেরা ট্রফি জয় এবং দুটি সংস্করণে বর্ষসেরা দলের অধিনায়ক হওয়া প্রথম ক্রিকেটারও কোহলি। ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন তিনি।
ওয়ানডেতে ২০১৮ সালে ১৪ ম্যাচে ৬ সেঞ্চুরিতে সর্বোচ্চ ১২০২ রান করেন তিনি। গড় ১৩৩.৫৫! ১৩ টেস্ট পাঁচ সেঞ্চুরিতে এ ডানহাতি করেন ১৩২২ রান। ব্যাটিং গড় ৫৫.০৮! শীর্ষ দশে থাকা বাকি ব্যাটসম্যানদের কারও ব্যাটিং গড়ই পঞ্চাশ ছুঁতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে পেছনে ফেলে এবার বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কোহলি। বর্ষসেরা ওয়ানডে ট্রফি জয়ের দৌড়ে কোহলির কাছে হেরেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। গত বছর ২০ ওয়ানডেতে সর্বোচ্চ ৪৮ উইকেট নেন রশিদ।
আইসিসির সেরা তিন ক্যাটাগরির পুরস্কার উড়ছেন কোহলি। বলছিলেন, ‘খুব ভালো লাগছে। সারা বছর ধরে কঠোর পরিশ্রমের পুরস্কার পেলাম। সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে, আমার ভালো করার সঙ্গে দলও ভালো করছে।’
২০১৮ বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। আইসিসির উদীয়মান ক্রিকেটার ভারতের রিশব পন্থ। আইসিসির সহযোগী দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটার স্কটল্যান্ডের ক্যালাম ম্যাক্লাউড। বর্ষসেরা আম্পায়ারারের ডেভিড শেফার্ড ট্রফি পেলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। স্পিরিট অব দা ক্রিকেট অ্যাওয়ার্ড পেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
Discussion about this post