দুই জায়ান্টের লড়াই বেশ জমে উঠেছিল। শেষপর্যন্ত ইতালি নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারাল ২-১ গোলে। গোলকিপার জিয়ানলুইজি বাফনকে ছাড়াই ‘ডি’ গ্রুপের এ ম্যাচে খেলতে নেমেছিল আজ্জুরিরা।
ইতালির পক্ষে একটি করে গোল করেন ক্লাওদিও মার্কিসিও ও মারিও বালোতেল্লি। ইংল্যান্ডের গোলদাতা ড্যানিয়েল স্টারিজ।
মানাউসের আরেনা আমাজনিয়ায় শনিবার অবশেষে ৩২ মিনিটে মার্কিসিও এগিয়ে দেন ইতালিকে। দু’মিনিট পরই সমতা ফেরায় ইংল্যান্ড। গোলের উৎস তৈরি করে দেন ওয়েন রুনি। তার ক্রস ধরেই বল জালে পাঠান স্টারিজ। এরপর
দ্বিতীয়ার্ধে বালোতেল্লির গোল। তাতেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইতালি। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার পথটা প্রস্বস্ত হল আজ্জুরিদের।
এদিকে শনিবার সি’ গ্রুপের ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতল আইভরি কোস্ট। এশিয়ার দেশটিকে ২-১ গোলে হারাল আফ্রিকার দলটি।
Discussion about this post