বিজয় দিবস টি-টুয়েন্টি ক্রিকেটে ৮ উইকেটের দারুণ জয়ে ফাইনাল সম্ভাবনা টিকে থাকল মোহামেডানের । চির প্রতিদ্ধন্দীর কাছে হেরে আবাহনী শিরোপা লড়াই থেকে বিদায় নিল।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান। জবাবে ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ১৭১/৬, ২০ ওভার (মিজানুর ৪১, শামসুর ১৮, সৌম্য ৫২, মাহমুদউল্লাহ ২৯, নাজমুল ১২; দেওয়ান সাব্বির ৩/৪১)।
মোহামেডান : ১৭২/২, ১৯ ওভার (জহুরুল ২২, জুনায়েদ ৪১, নুরুল হাসান ৭৬*, মমিনুল ২২*; সৌম্য ১/১৯, নাবিল ১/২৫)।
ফল : মোহামেডান ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : নুরুল হাসান সোহান।
জিতল ইউসিবি
মিরপুরে শনিবার রাতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ইউসিবির ৫ উইকেটের নাটকীয় জয়ে এ তিন দলের পয়েন্ট সমান (চার খেলায় ৬ করে) হয়ে গেছে। এ তিন দলেরই ফাইনাল খেলার সমান সুযোগ রয়েছে। ম্যাচে প্রাইম ব্যাংক ২০ ওভারে ৮ উইকেটে তুলে ১৭৩ রান। জবাব দিতে নেমে ২ বল বাকী থাকতে লক্ষ্যে পৌছে ইউসিবি।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ১৭৩/৮, ২০ ওভার (এনামুল ১৬, সাব্বির ৫৭, সৈকত ৪১, মেহরাব ৩৯; আল-আমিন ৩/৪৫, এনামুল জুনিয়র ২/৩২)।
ইউসিবি : ১৭৫/৫, ১৯.৪ ওভার (ইমরুল ৮২*, মিঠুন ৪৪, মার্শাল ২৫; সাকিব/২৮, রুবেল ২/৪৫)।
ফল : ইউসিবি ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ইমরুল কায়েস।
Discussion about this post