ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে সহজে জেতা হয়নি। নাটকীয়তা ছড়ানো লড়াইয়ে জিতে সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকল সরফরাজ আহমেদের দল।
লিডসের হেডিংলিতে শনিবার আফগানদের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানরা করে ২২৭ রান। জবাব দিতে নেমে ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।
নাটকীয়তা ছড়ানো এই লড়াইয়ে জয়ের নায়ক ইমাদ ওয়াসিম। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫৪ বলে করেন অপরাজিত ৪৯ রান। বল হাতে উইকেট পাওয়া এই অলরাউন্ডারও ম্যাচের সেরা।
জবাব দিতে নেমে শুরুতেই অবশ্য ফখর জামানকে হারায় পাকিস্তান। তারপরই অবশ্য ইমাম-উল-হক ও বাবর আজম গড়েন ৭২ রানের জুটি। মোহাম্মদ নবির বলেই সুইপ করতে গিয়ে আউট বাবর। ইমাদ আউট ৩৬ রানে। এরপর সম্ভাবনা জাগিয়ে ফেরেন মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ। শেষ ১১ ওভারে পাকিস্তানদের চাই ৭২।
তবে সেই লক্ষ্যটাই ইমাদ ও ওয়াহাব রিয়াজ পাড়ি দেন। ৯ বলে একটি করে ছক্কা ও চারে ১৫ রান তুলেন ওয়াহাব।
এর আগে টস জিতে স্লো উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুলবাদিন নাইব। এরমধ্যে রহমত শাহ ৩৫ ও গুলবাদিন ফেরেন ১৫ রানে। আসগর আফগান করেন ৪২ রান। নাজিবউল্লাহও সমান রানে আউট। শাহীন শাহ আফ্রিদি ৪৭ রানে ৪ উইকেট নেন।
এই জয়ে ৮ ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট ৯। পয়েন্ট টেবিলের চারে সরফরাজ আহমেদের দল। পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। বাংলাদেশকে হারানোর পাশাপাশি ভারতের কাছে ইংল্যান্ড হারলেই সেমিতে উঠে যাবে পাকিস্তান। এরপরই ৭ পয়েন্ট নিয়ে রয়েছে বাংলাদেশ। মাশরাফিদের সামনেও আছে সেমির হাতছানি। তবে ভারত-পাকিস্তান দুই দলকেই হারাতে হবে। আর ভারতের কাছে হারতে হবে ইংলিশদের।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৫০ ওভারে ২২৭/৯ (রহমত ৩৫, গুলবাদিন ১৫, শাহিদি ০, ইকরাম ২৪, আসগর ৪২, নবি ১৬, নাজিবউল্লাহ ৪২, সামিউল্লাহ ১৯*, রশিদ ৮, হামিদ ১, মুজিব ৭*; ওয়াসিম ২/৪৮, আফ্রিদি ৪/৪৭, ওয়াহাব ২/২৯, শাদাব ১/৪৪)
পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৩০/৭ (ফখর ০, ইমাম ৩৬, বাবর ৪৫, হাফিজ ১৯, হারিস ২৭, সরফরাজ ১৮, ওয়াসিম ৪৯*, শাদাব ১১, ওয়াহাব ১৫*; মুজিব ২/৩৪, নবি ২/২৩, রশিদ ১/৫০)
ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইমাদ ওয়াসিম
Discussion about this post