অভিজ্ঞতা আর শক্তির বিচারে বেশ পিছিয়ে ছিল আয়ারল্যান্ড। মাঠের লড়াইয়ে সেটাই দেখা গেল। দুই ম্যাচ সিরিজের প্রথম প্রথম ওয়ানডেতে আইরিশদের আনায়াসে ৭৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
ডাবলিনের মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে তুলে ২১৯ রান। দীনেশ চান্দিমাল ৩৯, আশনা প্রিয়াঞ্জনের ৩১ করেন। নুয়ান কুলাসেকারার ব্যাট থেকে আসে অপরাজিত ৪২।
জবাব দিতে নেমে ৩৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
শ্রীলঙ্কার পক্ষে অজন্তা মেন্ডিস ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট ২৯ রানে ৩ উইকেট সুরঙ্গা লাকমলের।
বৃহস্পতিবার এই ডাবলিনেই সিরিজের শেষ ম্যাচে লড়বে আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২১৯/৮ (থারাঙ্গা ২৪, থিরিমান্নে ৮, চান্দিমাল ৩৯, ম্যাথুস ৩০, প্রিয়াঞ্জন ৩১, কুলাসেকারা ৪২*, মেন্ডিস ১৮*; মুরতাঘ ২/২১, কেভিন ১/১০, থম্পসন ১/১৯)
আয়ারল্যান্ড: ৩৯.৫ ওভারে ১৪০/১০ (পোর্টারফিল্ড ৩৭; মেন্ডিস ৩/২৭, লাকমল ৩/২৯, কুলাসেকারা ২/৩০)
ফল: শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী
ম্যাচসেরা: অজন্তা মেন্ডিস।
Discussion about this post