ব্রিসবেনের পর অ্যাডিলেড। সেই একই গল্প। ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পন আর অস্ট্রেলিয়ার বিশাল জয়। অ্যাশেজের প্রথম টেস্টে ৩৮১ রানে জিতেছিল অজিরা। আর সোমবার অ্যাডিলেড টেস্টে ২১৮ রানের অনায়াস তুলে নিল মাইকেল ক্লার্কের দল। পাঁচ টেস্টের ।অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সোমবার ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। অবশ্য তার আগেই যেন হার নিশ্চিত হয়ে যায় তাদের। কেননা, জয়ের জন্য শেষদিনে আরো ২৮৪ রানের লক্ষ্য ছিল তাদের। হাতে মাত্র ৪ উইকেট। কিন্তু অসম্ভবকে সম্ভব করা হল না।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৫৭০/৯ ডিক্লেয়ার (১৪৮, স্মিথ ৬, হ্যাডিন ১১৮, রজার্স ৭২; ব্র্রড ৩/৯৮, স্টোকস ২/৭০) এবং ২য় ইনিংসে ১৩২/৩ ডিক্লেয়ার (ওয়ার্নার ৮৩*, স্মিথ ২৩*; অ্যান্ডারসন ২/১৯)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ১৭২/১০ (বেল ৭২*, কারবেরি ৬০; জনসন ৭/৪০) এবং ২য় ইনিসে ৩১২ (রুট ৮৭, পিটারসেন ৫৩, প্রায়র ৬৯, ব্রড ২৯; সিডল ৪/৫৭, হ্যারিস ৩/৫৪)
ফল: অস্ট্রেলিয়া ২১৮ রানে জয়ী
ম্যাচসেরা: মিচেল জনসন
Discussion about this post