অভিষেক নাকি দুঃস্বপ্ন? ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতেই হতাশা সঙ্গী হয়েছে তার। বাংলাদেশের তরুণ সম্ভাবনাময় পেসার শরিফুল ইসলাম রোববার শুরুতেই দেখলেন মুদ্রার আরেক পিঠ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শরিফুলের। নিজের প্রথম বলেই বাউন্ডারি দেখেন। এরপর শুধুই হতাশা সঙ্গী হয়েছে তার। সব মিলিয়ে নিজের ৪ ওভারে ৫০ রান দেন বাংলাদেশের এই পেসার!
বাংলাদেশের হয়ে এবারই প্রথম কেউ অভিষেক টি-টোয়েন্টিতে পঞ্চাশ রান দিলেন কোন বোলার। তার এমন রেকর্ডে স্বস্তি রুবেল হোসেনের। সরে গেছে রুবেল হোসেনের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৪৯ রান দেন পেসার রুবেল।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আবু জায়েদ চোধুরী দিয়েছিলেন ৪ ওভারে ৪৫ রান। অভিষেকে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিশ্বরেকর্ড দখলে জেমস অ্যান্ডারসনের। ২০০৭ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে সিডনিতে ইংল্যান্ডের পেসার ৪ ওভার বল করে দেন ৬৪ রান।
বাঁহাতি পেসার শরিফুল এই রেকর্ডে চোখ রেখে কিছুটা হলেও পেতে পারেন স্বস্তি। তবে কিউইদের মাঠে সাফল্য তো সোনার হরিণ। ওয়ানডেতে হোয়াইট য়োশের পর টি-টোয়েন্টিতেও হারে শুরু। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ২১০ রান। বাংলাদেশ দল ১৪৪ রানে তুলতে থামে। ৬৬ রানে জিতে ৩ ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
Discussion about this post