ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সঙ্গে বয়স ভিত্তিক আর ‘এ’ দলও রয়েছে ক্রিকেটে। পাঁচটি ওয়ানডে খেলতে মঙ্গলবার ভারত সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দলের সঙ্গে আছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাবেক এ অধিনায়ক এ তরুণদের মধ্যে থেকেই ভবিষ্যত জাতীয় দলের তারকা খুঁজছেন। ভারত ছাড়ার আগে বলেন, ‘এরকম সফর আমাদের সামনের দিনের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটার পাওয়ার বড় মঞ্চ হতে পারে এসব সফর।’
হাবিবুল বাশার সফরের গুরুত্ব নিয়ে বলেন, ‘দেখুন, এই দলের বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলের হয়েও বিভিন্ন ফরম্যাটে খেলেছে। ভারতে আমরা যে দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলব, সেই দলটিও যথেস্ট শক্তিশালী। এই ম্যাচগুলোতে খেলে ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে আমাদের ক্রিকেটাররা।’
ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ পাঁচটি ওয়ানডে খেলবে উত্তর প্রদেশের লখনৌ একানা ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ শুরু হবে। এরপর ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর হবে বাকি ম্যাচগুলো।
অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে সফরে রয়েছেন ওয়াহিদুল গনি। পেস বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন সাইফুল ইসলাম।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল-
সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আল আমিন জুনিয়র, জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভীর ইসলাম, মেহেদি হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক ও সাব্বির হোসেন।
Discussion about this post