ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বিতীয় সন্তানের মুখ দেখবেন বলেই ভারত সফরে যাননি তামিম ইকবাল। ব্যাপারটি আগেই তিনি জানিয়েছিলেন। গতকাল এ বাঁহাতি দিলেন সেই খুশির সংবাদ। মেয়ে সন্তানের বাবা হয়েছেন।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের কোনো ছবি দেননি তামিম। তবে তিনি বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লিখেছেন, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’
তামিমের ঐ ক্ষুদে বার্তা থেকে বোঝা যায়, স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে কন্যাসন্তানের নাম রেখেছেন আলিশবা ইকবাল খান।
তামিম-আশেয়ার ঘরে রয়েছে পুত্র সন্তান। ২০১৬ সালে আরহাম ইকবাল খানের মুখ দেখেন তারা। দুই বছর পর এবার তার পেলেন মেয়ে সন্তানের দেখা।
এর আগে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণটি ফেসবুকেই ব্যাখ্যা করেন তামিম। সেখানে লিখেছিলেন, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’
Discussion about this post