তাহলে টেস্ট ক্রিকেট পাল্টে যাচ্ছে? তেমনই ইঙ্গিত দেখা যাচ্ছে। ক্রিকেট কর্তারা এখন সেই পথেই হাটছেন। টি-টুয়েন্টির এই যুগে ৫ দিনের ক্রিকেটে মনোযোগ বাড়াতেই নতুন পরিকল্পনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এ জন্য কিছু পরিবর্তন আনছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে আইসিসির সর্বশেষ সাধারণ সভায় এসব নিয়ম নিয়ে আলোচনা হয়েছে। ২৮ ও ২৯ জুন ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায়ও আলোচনা হবে এনিয়ে। তারপর আইসিসির পরিবর্তিত নিয়মগুলো কার্যকর হবে ২০১৯-২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে। যেখানে লড়বে শীর্ষ নয়টি টেস্ট খেলুড়ে দেশ।
যেসব নিয়ম পরিবর্তনের বিষয়ে আলোচনা হবে মুম্বাইয়ে-
# দিবা-রাত্রির টেস্ট আয়োজন। অবশ্য কিছুদিন আগে দিবা-রাত্রির টেস্ট খেলতে অপরাগতা জানিয়েছে ভারত। পরিবর্তিত নিয়মে প্রত্যেক আয়োজক দেশ একটি করে দিবা-রাত্রির টেস্ট খেলতে পারবে। এমন কী সফরকারী দল নাকচ করতে পারবে না।
# টেস্টে টস নিয়ে আসবে নতুন নিয়ম। ঘরের মাঠে খেলা দল যেন অধিক সুবিধা না পায় এজন্য সফরকারী দলকে পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং-ফিল্ডিং করার সুযোগ রাখা হবে। মানে টস উঠে যাবে।
# স্বাগতিক দলের ইচ্ছেমত পিচ ব্যবহারের সুযোগও উঠে যাবে। কোনো ভেন্যুর পিচকে খেলার অযোগ্য মনে হলে থাকছে যথারীতি ডিমেরিট পয়েন্টের ব্যবস্থা থাকবে।
# ড্র করেও জয়ের মতো পয়েন্ট যোগ করার নিয়ম থাকবে।
# টেস্টে স্বাগতিক দল নিজেদের পছন্দমতো বল ব্যবহার করতে পারবে না।
Discussion about this post