দু’জনের তুলনা করলে ক্রিকেট ভক্তরা বরং বিরক্ত হতে পারেন। সাফল্যে তাদের ব্যবধানটা চোখে পড়বেই। কিন্তু স্যার ডন ব্র্যাডম্যানকে এবার একটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন ইউনিস খান। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ডনের একটি মাইলফলক ছাড়িয়ে যান পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস।
টেস্ট ক্রিকেটে ব্রাডম্যান কখনোই নার্ভাস নাইনটিজে আউট হননি। ৯০ পেরুনোর পর প্রতিটি ইনিংসকেই কমপক্ষে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা এই ব্যাটসম্যান। ৯০ পেরুনোর পর সেটি ২৯ সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি।
অন্যদিকে ম্যাজিক দেখালেন ইউনুসও। টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি করা ইউনিস ৯০ পেরুনোর পর এই নিয়ে টানা ৩০ বার সেটি তিন অংকে নিয়ে যান। তাতেই ব্রাডম্যানকে ছাড়িয়ে যান তিনি।
শুধু এটিই নয়, এই টেস্টে আরেক অস্ট্রেলিয়ান স্টিভ ওয়াহকে স্পর্শ করেছেন ইউনিস। শতরান করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি ইউনিসের ৩২তম সেঞ্চুরি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহও টেস্টে ৩২টি সেঞ্চুরি করেছেন।
Discussion about this post