ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার আইসিসি বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে। সকালে ঢাকা পৌঁছাবে ট্রফি। তারপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমির সামনে রাখা হবে এটি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে। মাশরাফি বিন মর্তুজারা তখনই ট্রফি নিয়ে ফটোসেশন করবেন।
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে থাকবে পাঁচদিন। ঢাকায় ১৭ ও ১৮ অক্টোবর তিনদিন থাকবে। যমুনা ফিউচার পার্কে ট্রফি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত রাখা হবে। ১৯ অক্টোবর ট্রফ যাবে সিলেটে। সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে। ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রদর্শিত হবে।
২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দপ্তর থেকে শুরু হয় ট্রফির ভ্রমণ। ৫টি মহাদেশের ২১টি দেশ ও ৬০টি শহরের ক্রিকেট সমর্থকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। গত ২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দপ্তর থেকে শুরু হয় ২০১৯ বিশ্বকাপ ট্রফির ভ্রমণ। এটির প্রথম গন্তব্য ছিল ওমানের মাসকট। ৯ মাসে বিশ্বের বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে ট্রফি। এবারই সবচেয়ে বেশি দেশ ঘুরে বেড়াবে এটি।
দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্বকাপ শুরুর ১০০ দিন ১৯ ফেব্রুয়ারি বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে পৌঁছাবে ট্রফি। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক ইংল্যান্ড ও ওয়েলস।
Discussion about this post