অবশেষে সাফল্যের স্বীকৃতি মিলছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মান জানাচ্ছেন ইতিহাস গড়া কিশোরী ফুটবলারদের। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। এইতো দিন কয়েক আগে বাছাইপর্বে ‘সি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নারী দল। সাহসী টাইগ্রেসদের এই সাফল্যের জন্য সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে কবে এই সংবর্ধনা দেওয়া হবে তা ঠিক হয়নি। যদিও ১৬ সেপ্টেম্বরের কথা শোনা যাচ্ছে।
ঘরের মাঠে অনুষ্ঠিত এফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ‘সি’ গ্রুপের বাছাইপর্বে চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে নাম লেখায় টাইগ্রেমরা। টুর্নামেন্টের শুরুটা শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারায় দল। এরপর সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০ ও আরব আমিরাতকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় তারা।
এইতো এর আগেই এই মেয়েরা অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। তারই ধারাবাহিকতায় সংবর্ধনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।
Discussion about this post