এ সময়ের সেরা তারকা তিনি। ব্যাট হাতে একাই বদলে দিতে জানেন গতিপথ। তার ধরেই একের পর এক ম্যাচ জিতে চলছে ভারত। এইতো রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঝড় তুললেন বিরাট কোহলি।
সেই তারকাটি সম্পর্কে কতোটুকু জানেন আপনি। মিলিয়ে নিন।
১. রঞ্জি ট্রফিতে ২০০৬ সালে অভিষেক হয বিরাটের। কর্নাটকের বিরুদ্ধে দিল্লির হয়ে ম্যাচের আগে তাঁর বাবা মারা যান। তাতে থামেননি তিনি। খেলেছিলেন সেই ম্যাচ। করেন ৯০ রান।
২. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০টি সেঞ্চুরির নজির রয়েছে বিরাটের। মাত্র ১৩৩টি ইনিংসে এই সেঞ্চুরি করেন তিনি। এ ক্ষেত্রে তিনি ভাঙেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দ্রুততম ১৫টি সেঞ্চুরির রেকর্ডের মালিকও তিনি।
৩. জানেন কি, ভারতীয় দলের ড্রেসিং রুমে তাঁর নাম ‘‘চিকু’’।
৪. শচিন, সৌরভ এবং ধোনির পরে বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি পরপর তিনটি ক্যালেন্ডার ইয়ারে একদিনের ক্রিকেটে ১,০০০-এরও বেশি রান করেছেন।
৫. একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০, ৩০০০, ৪০০০ এবং ৫০০০ রানের রেকর্ড রয়েছে চিকুর। ৫০০০ রানের ক্ষেত্রে রেকর্ডটি তিনি ভিভ রিচার্ডসের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
৬. ২০১২ সালে বিশ্বের সেরা ১০ ‘‘ড্রেসড মেন’’-এর তালিকায় ছিলেন বিরাট।
৭. ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।
৮. শিখর ধাওয়ানের মতো বিরাট কোহলিও ট্যাটু-প্রিয়। ।
৯. বিশ্বকাপে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকানোর নজির রয়েছে। ভারতীয়দের মধ্যে একমাত্র।
১০. ২০১২ সালে টেস্ট এবং একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
১১. ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে বিরাটের।
১২. বিরাট কোহলির খেলা দেখে ভিভ রিচার্ডস বলেছিলেন, ‘‘ছেলেটা অনেকটা আমার মতো খেলে।’’
Discussion about this post