কয়েক সপ্তাহ আগেই পাকিস্তানের মাটিতে চুপসে গিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার ছিল একতরফা। কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে-জায়গা মিরপুর, সমর্থন ঘরের মাঠের, আর আত্মবিশ্বাস একেবারে টগবগে।
টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার তাদের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ-পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে ওঠা।
বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২২০। শেষ ম্যাচে জয় পেলে সেটি বেড়ে হবে ২২৩-যা এখন ৯ম স্থানে থাকা আফগানিস্তানের সমান। খুব সূক্ষ্ম ব্যবধানেই টাইগাররা জায়গা করে নিতে পারে ৯ নম্বরে। অন্যদিকে পাকিস্তান যদি সিরিজে ০-৩ ব্যবধানে হার মানে, তারা হারাবে চারটি রেটিং পয়েন্ট, তবে ৮ম স্থান তারা ধরে রাখবে। সিরিজ ২-১ হলে র্যাঙ্কিংয়ে তেমন হেরফের হবে না কারও।
দ্বিতীয় ম্যাচের গল্পটা ছিল চাপ আর ঘুরে দাঁড়ানোর। শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। কিন্তু শেখ মেহেদি আর জাকের আলীর ব্যাটে এল সাহসের বার্তা। জাকের করেন ৫৫ রান, শেষ ওভারে আউট হওয়ার আগে দলের জন্য রেখে যান লড়াই করার মতো স্কোর।
বোলাররাও দায়িত্বশীল। নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করেও জয় তুলে নেয় টাইগাররা ৮ রানে। ম্যাচ শেষে জাকের বলেন, ‘হ্যাঁ, হোয়াইটওয়াশ করাই লক্ষ্য। আমরা ম্যাচ জেতার জন্যই যাব। প্রসেস ধরে এগোচ্ছি।’
Discussion about this post