সেই একই দৃশ্য। ম্যাচের পুরোটাতেই একচেটিয়া দাপট বাংলাদেশের। তাতেই আরো একটা জয়। সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল রীতিমতো উড়িয়ে দিল ক্যারিবিয়দের। ১৭১ রানের বড় জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল জুনিয়র টাইগাররা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেট জিতেছিল মেহদি হাসান মিরাজের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামেন জুনিয়র টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান করে স্বাগতিকরা। পিনাক ঘোষ তুলে নেন দারুণ সেঞ্চুরি। সঙ্গে নাজুমল হোসাইন শান্ত ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাফসেঞ্চুরি।
১৩৫ বলে ১০৯ রান করেন পিনাক। নাজমুল হাসান ৯৮ বলে ৭৯ রান। আর মিরাজ ২৬ বলে ৫৪।
জবাব দিতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের তোপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল ৪৯.৩ ওভারে মাত্র ১২৮ রানে অলআউট হয়। ১৭১ রানের বড় জয় পায় টাইগাররা।
শাওন ৩৫ রানে এবং মেহেদি ১৯ রানে সমান তিনটি উইকেট নেন।
Discussion about this post