আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার নকআউট পর্বের লড়াই। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং প্লেট পর্বে কে কার বিপক্ষে লড়বে তার সূচীও তৈরি হয়ে গেছে।
শেষ আটে স্বাগতিক বাংলাদেশ লড়বে নেপালের সঙ্গে। এবারের টুর্নামেন্টে চমক দিয়েই যাচ্ছে হিমালয়ের দেশটি। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো দলকে পেছনে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। ভারত কোয়ার্টার ফাইনালে লড়বে আরেক আলোচিত দল নামিবিয়ার সঙ্গে।
এবার চলুন দেখে নেই টুর্নামেন্টের বাকী সূচী।
কোয়ার্টার ফাইনাল: মূল পর্ব
৫ ফেব্রুয়ারি (শুক্রবার, সকাল ৯টা)- বাংলাদেশ বনাম নেপাল (শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর)
৬ ফেব্রুয়ারি (শনিবার, সকাল ৯টা)- ভারত বনাম নামিবিয়া (খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা)
৭ ফেব্রুয়ারি (রোববার, সকাল ৯টা)- ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর)
৮ ফেব্রুয়ারি (সোমবার, সকাল ৯টা)- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান (খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা)
কোয়ার্টার ফাইনাল: প্লেট পর্ব
৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, সকাল ৯টা)- দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার)
৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, সকাল ৯টা)- নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠ, কক্সবাজার)
৫ ফেব্রুয়ারি (শুক্রবার, সকাল ৯টা)- আফগানিস্তান বনাম ফিজি (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার)
৫ ফেব্রুয়ারি (শুক্রবার, সকাল ৯টা)- কানাডা বনাম জিম্বাবুয়ে (শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম একাডেমি মাঠ, কক্সবাজার)
Discussion about this post