অস্ট্রেলিয়া নাটকীয় কিছু করেনি। একদিন আগেই ঘোষণা করেছে তাদের ঢাকা টেস্টের একাদশ। বাংলাদেশের দলটা অবশ্য শনিবার সকাল দশটায় টেস্ট শুরুর আগেই জানা যাবে। তার আগে দল ঘোষণা করতে গিয়ে বেশ বিপাকেই আছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট।প্রথম টেস্টের একাদশ নিয়ে ঘুম হারাম কোচ চন্ডিকা হাথুরুসিংহের। ভোররাতে টুইট তেমন কথাই জানালেন তিনি। লিখেছেন, ‘উভয়সংকটে পড়েছি । একটি জাতির আবেগ নাকি টিম কম্বিনেশন! নির্ঘুম রাত।’
এমন নির্ঘুম রাত কি অধিনায়ক মুশফিকুরেও কেটেছে? সংবাদ সম্মেলনে শনিবার তিনি বলেন, ‘টুইট আমি কমই অনুসরণ করি। ভোর চারটা তো আরও অসম্ভব ব্যাপার। হ্যাঁ, হতে পারে। যে ১৪ জন স্কোয়াডে আছি, সেখান থেকে যেকোনো ১১ জনকে নিয়ে একাদশ সাজানো হবে। কোচের জন্য এমন সমস্যা খারাপ কিছু নয়। যদি কেউ চোটে পড়ে বা সমন্বয়ের কারণে বাদ পড়ে, তবে হাতে ভালো বিকল্প থাকবে। কম দলেই এমন থাকে।’
তবে মোটামুটি নিশ্চিতই হয়ে গেছে টাইগারদের একাদশ। যেখানে অবশ্য অনেক নাটকের পর দলে আসা মুমিনুল হকের জায়গা নেই! নাসির হোসেনকেই সুযোগ দিতে পারে টিম ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ একাদশ: (সম্ভাব্য) মুশফিকুর রহিম (অধিনায়ক) , তামিম ইকবাল , সৌম্য সরকার , ইমরুল কায়েস , সাকিব আল হাসান , সাব্বির রহমান , নাসির হোসেন , তাইজুল ইসলাম , শফিউল ইসলাম , মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার ও নাথান লায়ন।
Discussion about this post