টি-টুয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। আগের দিনই আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু একদিন বাদেই চুপসে গেল সেই আশা। এই পেসারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেও কোন লাভ হল না। বুধবার শুনানি শেষে আইসিসির জুডিশিয়াল কমিশনার তাসকিনের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এমন খবর জানিয়েছে। তার মানে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ থাকছেন তাসকিন।
সোমবার আইসিসিতে তাসকিনের রিভিউয়ের নোটিশ পাঠায় বিসিবি। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আইসিসির।
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই মাঠ আম্পায়ার। আইসিসি সাত দিনের মধ্যেই দুই টাইগারকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বলে জানায়। সেই পরীক্ষা শেষে দু’জনকে বোলিংয়ে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি।
মঙ্গলবার জুডিশিয়াল কমিশনার মাইকেল বেলফ কয়েক ঘণ্টাব্যাপী কনফারেন্স কলের মাধ্যমে শুনানি করেন। সেখানে তাসকিনের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। কিন্তু তাতেও মন গলেনি আইসিসির।
এখন আন্তজাতিক ক্রিকেটে ফিরতে পরীক্ষার মুখোমুখি হতে হবে তাসকিনকে। বোলিং অ্যাকশন শুধরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে প্রমাণ দিতে হবে তাকে।









Discussion about this post