স্বপ্নের মতো একটা দিন কাটল তাসকিন আহমেদের। বল হাতে তিনি যা করতে চাইলেন তাই যেন হয়ে গেল। মিরপুরের শেরেবাংলার উইকেটে এবার যেখানে বিপিএলে বেশ দাপটেই রান তুলছেন ব্যাটাররা, সেখানেই কীনা বল হাতে রীতিমতো ঝড় তুললেন তাসকিন। গড়লেন রেকর্ড!
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম প্রচন্ড শীতের দিনের ইতিহাস রচনা করলেন দুর্বার রাজশাহীর এই বোলার। তাসকিন আহমেদ বিপিএল ইতিহাসের সেরা বোলিং উপহার দিলেন। ১৯ রান খরচায় নিলেন ৭ উইকেট।
বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট তুলে রেকর্ড গড়লেন তিনি। ১৭ রানে ৬ উইকেট নিয়ে এই রেকর্ড ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের।
স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট তুললেন তাসকিন। তার আগে ইনিংসে ৭ উইকেট করে নিয়েছেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস ও নেদারল্যাসের অফ-স্পিনার কলিন অ্যাকারম্যান।
স্বীকতি টি-টোয়েন্টিতে ইনিংসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন অ্যাকারম্যান। ২০১৯ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লিস্টারশায়ারের হয়ে এই কীর্তি গড়েন অ্যাকারম্যান। ২০২৩ সালে অ্যাকারম্যানের রেকর্ড ভাঙেন ইদরুস। চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন ইদরুস। এটি আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড।
বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে এখন তাসকিন। ৮০ ম্যাচে ২০.৩৬ গড়ে ১১২ উইকেট এই পেসারের। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের সাকিব আল হাসানের। ১১৩ ম্যাচে ১৪৯ উইকেট তার।
এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে ঢাকা। জবাবে খেলতে নেমে ১৮.১ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে রাজশাহী।
Discussion about this post