দুর্ভাগ্য পিছু ধাওয়া করেছে তার। তিনি এখন ক্রিকেটের নিষিদ্ধ এক নাম। সেই দুঃস্বপ্নে থাকা সময়েই এসে জন্মদিন! ১৯৯৫ সালের এই দিনে ঢাকার মোহাম্মদপুরে জন্ম নেন তাসকিন আহমেদ। রোববার ২১তম জন্মদিন এই ডানহাতি পেসারের।
তার অভিষেক হয়েছিল স্বপ্নের মতো। ২০১৪ সালের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডের পথচলায় প্রথম ম্যাচেই দেখিয়ে দেন যোগ্যতার পরিধি। ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তাসকিন যাত্রা শুরু করেন।
এরপর ২০১৫ সালে বিশ্বকাপেও চোখ ধাঁধানো নৈপুন্য। প্রথমবারের বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের টিকিট পাইয়ে দিতে রাখেন বড় ভূমিকা। কিন্তু হঠাৎ করেই সব কিছু কেন জানি এলোমেলো হয়ে গেল! ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ঝড় তোলার স্বপ্নে তিনি যখন বিভোর তখনই বিনা মেঘে বজ্রপাত!
আইসিসির প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্তে স্বপ্ন ভাঙ্গে তার। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ এখন তাসকিন।
এই সময়টাতে বন্ধু, কাজিনদের সঙ্গে আছেন অবকাশে। নিষেধাজ্ঞার দুঃখ ভুলতে আছেন শ্রীলঙ্কায়। সেখান থেকে মালদ্বীপেও যাওয়ার কথা তার। এরপরই শুরু করবেন ফেরার লড়াই। বোলিং অ্যাকশনের ভ্রুটি সামলে দ্রুত সেই চেনা ক্রিকেট মাঠে ফিরতে চাইছেন তাসকিন। সেই লড়াই শুরুও করেছেন তিনি।
Discussion about this post