ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে অবহেলিত থেকে গেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসানকে আগেই রেখে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার সকালে অনেক দর কষাকষির পর কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে হায়দারাবাদ। কিন্তু দল পেলেন না চার টাইগার ক্রিকেটার সৌম্য সরকার, তামিম ইকবাল, মুশফিক এবং তাসকিন আহমেদ।
শনিবার ভারতের বেঙ্গালুরুতে শুরু হয় নবম আইপিএলের নিলাম অনুষ্ঠান। সেখানে দুই টাইগার তারকা সৌম্য এবং তাসকিনের ভিত্তিমূল্য মূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু তাদের নেয়নি কোন দল।
এদিকে মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। এতো কম অর্থেও বাংলাদেশের টেস্ট অধিনায়ককে নেয়ার আগ্রহ প্রকাশ করে নি কোন দল। আবার তামিম ইকবালকেও এড়িয়ে গেছেন তারা। এই ড্যাশিং অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি।
তবে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি ছিল দেখার মতো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে সেই লড়াইয়ে জিতে সানরাইজার্স। তার ভিত্তি মুল্য ছিল ৫০ লাখ রুপি। সেটা বেড়ে শেষ পর্যন্ত দাড়ায় ১ কোটি ৪০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা কীনা ১ কোটি ৬২ লাখ টাকারও বেশি।
এদিকে জানা গেছে প্রথম দফায় যারা অবিক্রিত রয়ে গেছেন তাদের নাম আবারো উঠবে আইপিএল নিলামে।
Discussion about this post