ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার নতুন এক উচ্চতায় উঠে গেলেন তামিম ইকবাল। ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রান পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে অর্ধশতক। ব্যাট হাতে হ্যামিল্টনে এমন সাফল্য এই ওপেনারকে আইসিসি র্যাঙ্কিংয়ে নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে।
সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিম। চোটের কারণে খেলতে না পারা সাকিব আছেন ২৮ নম্বরে। ১১ ধাপ উন্নতি করে বাঁহাতি ওপেনার উঠলেন পঁচিশে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলেও কথা বলে সাকিবের ব্যাট। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন তিন ব্যাটসম্যানই।
১১ ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার উঠেছেন পঁচিশে। সাকিব আল হাসানকে টপকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিমই। চোটের কারণে খেলতে না পারা সাকিবের অবস্থান ২৮। চোটের কারণে দুটি টেস্ট সিরিজ বাইরে থাকার পর এই এই ম্যাচ দিয়েই টেস্টে ফিরলেন তামিম। খেলেন ১২৬ ও ৭৪ রানের ইনিংস।
এদিকে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ ১২ ধাপ এগিয়ে গেছেন। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক আছেন ক্যারিয়ার সেরা ৪০তম স্থানে।
সৌম্য সরকার হ্যামিল্টনে পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। করেন ১৪৯ রান। ২৫ ধাপ তিনি আছেন ৬৭ নম্বরে। টাইগারদের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহীম ৩২ ও মুমিনুল হক ৩৫ নম্বরে রয়েছেন। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ আছেন ৬৩ নম্বরে।
Discussion about this post