এমন একটা সুখবরের প্রতীক্ষাতেই ছিলেন তিনি। তাইতো নিজেকে সরিয়ে নিয়েছিলেন ঘরের মাঠে এশিয়া কাপ থেকে। তামিম ইকবাল চলে গিয়েছিলেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে। আসলে এই সময়টাতে পরিবারের পাশে থাকা খুবই জরুরী।
এবার তামিম-আয়েশার সেই প্রতীক্ষা শেষ হল। ব্যাংককের একটি হাসপাতাল জন্ম হল জুনিয়র তামিমের। বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান পুত্র সন্তানের বাবা হয়েছেন।
রোববার নিজেই সেই সুখবরটা দিলেন ফেসবুকে। নিজের অফিসিয়াল পেজে বেলা ১২টায় লিখেছেন, ‘অবশেষে ধরা দিল সেই একগুচ্ছ আনন্দ। সকালে আমরা ধন্য হয়েছি পুত্র সন্তানের বাবা-মা হয়ে। মা এবং নতুন অতিথি সুস্থ রয়েছেন। তবে ডাক্তার আরো ২৪ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন আপনারা।’
পিএসএল খেলে দুবাই থেকে দেশে ফিরে দ্রুত ব্যাংককে চলে গিয়েছিলেন তামিম। ক্রিকেট বোর্ড থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন তিনি।
Discussion about this post