তিনি যে শুধু সময়ের নন, বাংলাদেশের ইতিহাসের সেরাদের অন্যতম সেটা বারবারই প্রমান করছেন। টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি- তিন ফরম্যাটেই সবচেয়ে বেশি রানের রেকর্ডটা তারই। বুধবার নিজেকে ছাড়িয়ে আরো ওপরে উঠে গেলেন তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অসাধারন এক মাইলফলক পেরিয়ে গেলেন এই ওপেনার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে করলেন ৫ হাজার রান।
এই সিরিজ শুরুর আগে ওয়ানডেতে ৫ হাজারের মাইলফলক থেকে ৬৯ রান দুরে ছিলেন তিনি। প্রথম ম্যাচে ১৭ আর দ্বিতীয় ম্যাচে ১৪ রান। ব্যাট তেমন কথা বলছিল না। বুধবার ৩৮ রান করতেই প্রবেশ করেন ৫ হাজারি ক্লাবে। শেষ পর্যন্ত ৪৫ রানে ফিরে যান তিনি।
১৫৯ ওয়ানডেতে ম্যাচে এসে তামিম এমন ল্যান্ডমার্ক পেরিয়ে গেলেন। যাতে আছে ৭ সেঞ্চুরি আর ৩৩টি হাফ-সেঞ্চুরির। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ওয়ানডেতে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতেও সবার চেয়ে এগিয়ে এই বাঁহাতি।
টেস্টে তামিমের ৩১১৮ রানের বিপরীতে সাকিব করেছেন ২৮২৩ রান। অন্যদিকে টি-টুয়েন্টিতে টাইগার ওপেনারের ১১৫৪ রানের বিপরীতে ১১০৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।
Discussion about this post