ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর অষ্টম রাউন্ডের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। প্রাথমিক চিকিৎসার পর তাকে বিকেএসপি সংলগ্ন কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের সময় ফিল্ডিংকালে তামিম ইকবাল বুকে ব্যথা অনুভব করেন। তিনি মাঠেই মেডিকেল ইমার্জেন্সিতে পড়ে যান।
তাকে প্রথমে মাঠের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রাম পরীক্ষায় হার্টের একটি শিরায় ব্লক ধরা পড়ে এবং দ্রুত স্টেন্ট স্থাপনের মাধ্যমে চিকিৎসা সম্পন্ন হয়।
মোহামেডান কর্তৃপক্ষ তার অবস্থা গুরুতর দেখে ঢাকায় স্থানান্তরের জন্য মেঘনা এভিয়েশনের হেলিকপ্টার আনে। তবে তার শারীরিক অবস্থা পরিবহনের অনুপযোগী থাকায় তাকে স্থানীয় হাসপাতালেই রাখা হয়।
তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুপুরের নির্ধারিত বোর্ড সভা স্থগিত করে। বিসিবির পরিচালক ও কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবাল হেলিকপ্টারযোগে হাসপাতালে পৌঁছান। তার চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খানও চিকিৎসাকেন্দ্রে উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের মতে, তামিম ইকবালের হার্টে রিং পরানোর পর তার অবস্থা স্থিতিশীল। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেছেন, ‘তামিমের নিরাপদ চিকিৎসাই আমাদের অগ্রাধিকার। বিসিবি সব ধরনের সহযোগিতা করছে।’
Discussion about this post