জাতীয় দল থেকে বিদায় নিলেও ব্যাট হাতে এখনো দ্যুতি ছড়াচ্ছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে মোহামেডানকে ৭ উইকেটের জয় উপহার দিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর আজ ব্যাট হাতে ঝলসে উঠলেন তামিম। তার ১১২ বলে ১২৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কায়। মোহামেডান যখন ৩৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে, তখনই দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। শেষ পর্যন্ত মুশফিকুর রহিমকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে, পারটেক্স স্পোর্টিং ক্লাব ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন আহরার আমিন পিয়ান। তবে মোহামেডানের বোলারদের সামনে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি পারটেক্স। তাইজুল ইসলাম ৪ উইকেট ও নাসুম আহমেদ ৩ উইকেট শিকার করেন।
২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডানের তামিম-ঝড়ে কোনো সমস্যাই হয়নি। একসময় মনে হচ্ছিল, তামিম লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দিকেও যেতে পারেন! তবে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।
এই জয়ের ফলে মোহামেডান লিগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো। তামিমের ব্যাটিং দেখে মনে হচ্ছে, জাতীয় দল থেকে বিদায়ের পরও তার কাছে অনেক কিছু বাকি!
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ২১৮/১০ (৪৬.৩ ওভার) আহরার আমিন পিয়ান ৭৮ (৮৬), জয়রাজ শেখ ৩৮ (৫৬), জাওয়াদ রোয়ান ৪২ (৪৫); তাইজুল ইসলাম ৪/৫০, নাসুম আহমেদ ৩/৪২, সাইফ উদ্দিন ২/৩২
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২২২/৩ (৪০.২ ওভার) তামিম ইকবাল ১২৫* (১১২), তাওহিদ হৃদয় ৩৭ (৪৩), মুশফিকুর রহিম ৩৫* (৪৪); মোহর শেখ ১/১১, জাওয়াদ রোয়ান ১/৪২, নাঈম ইসলাম ১/৩৮
ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
Discussion about this post