ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুশফিকুর রহীম নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট মিস করছেন এটা অনেকটাই নিশ্চিত। এখনো আঙুল ও কবজির চোট সামলে উঠতে পারেন নি এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৮ মার্চ শুরু দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের খেলা নিয়েও হঠাৎ তৈরি হয়েছিল শঙ্কা।
বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। জানালেন কোন শঙ্কা নেই। তিনি বুধবার বলেন, ‘তামিম বুধবার হালকা অনুশীলন করেছে। সামান্য ব্যথা আছে। তবে ভালো অবস্থায় আছে। ম্যাচে অনেক ওভার ব্যাট করে দুইশ রান করেছে। ওর অবস্থা ভালো।’
ওয়েলিংটনে তামিমকে পাওয়া গেলেও মুশফিককে পাচ্ছে না টাইগাররা। সাকিব আল হাসান এখনো দেশেই আছেন। তিনিো্ মিস করছেন ওয়েলিংটন টেস্ট। এ অবস্থায় স্টিভ রোডস শিষ্যদের আশার আলো দেখাতে পারেন তামিম ইকবাল-সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটসম্যানই গত টেস্টে সেঞ্চুরি করে সে আভাস দিয়েছেন। শতরান পেয়েছেন তারা। যদিও ম্যাচে ইনিংস ও ৫২ রানে হেরে পিছিয়ে আছে টাইগাররা।
Discussion about this post