দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগ ‘এসএ টোয়েন্টি’-তে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। নিলামে ডারবানস সুপার জায়ান্টস তাঁকে দলে নেয় ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে-বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নের লিগে খেলা হচ্ছে না তাইজুলের।
ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, তাইজুলের জায়গায় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস। তবে কেন তাইজুল খেলতে পারছেন না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটারের নাম ছিল। কিন্তু দল পান একমাত্র তাইজুলই। তার মাধ্যমেই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে।
তবে সেই ঐতিহাসিক সুযোগ আর মাঠে গড়াচ্ছে না। ইতোমধ্যেই ডারবান তাইজুলের বদলি ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনকে দলে ভিড়িয়েছে। গত আসরেও এই দলের হয়ে খেলেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং দলটির হয়ে সর্বোচ্চ ২৩৩ রান করেছিলেন তিনি। যদিও এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
উইলিয়ামসন সম্প্রতি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং গত মাসে আইপিএলের একই মালিকানার দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন।
তাইজুল বর্তমানে ব্যস্ত বাংলাদেশ টেস্ট দলের হয়ে আয়ারল্যান্ড সিরিজে। দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে, আর তার এক সপ্তাহ আগেই শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। তাইজুল গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন, যদিও এবার দলটি অংশ নিচ্ছে না।
আগামী ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টির চতুর্থ আসর।










Discussion about this post