বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে আবাহনী। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলের দশম রাউন্ডে শুরুতে ব্যাট করতে নেমে সাকিব ও সাকলায়েন সজীবের ঘূর্ণিতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রানের মাঝারি সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক। জবাবে ৪৪.৩ ওভারে ৫ উইকেট লক্ষ্যে পৌঁছে আবাহনী।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৪০/৯ (মারুফ ২৬, শানাজ ২৪, সাব্বির ০, উন্মুখ ২, নুরুল ৪৬, তাইবুর ৪৩, শুভাগত ২৯, রায়হান ৯, নাজমুল ১৫, মনির ২৫*, আজিম ১*; সাকিব ৪/৩৫, সাকলাইন ৩/৩৭, নাজমুল ১/৩১, মোসাদ্দেক ১/৪৮)
আবাহনী: ৪৪.৩ ওভারে ২৪৩/৫ (তামিম ৪০, অভিষেক ১২, নাজমুল ৩২, ইউসুফ ৬০, সাকিব ৩, মোসাদ্দেক ৬৪*, লিটন ২১*; শুভাগত ৩/৩৮, নাজমুল ২/৫১)
ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন।
#####################
ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে ৫ উইকেটে জিতে নিয়েছে কলাবাগান।
ডিপিএলে ফতুল্লায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান করে সিসিএস। জবাবে বৃষ্টি আইনে ৪৯ ওভারে পরিবর্তিত লক্ষ্য ১৮৪ রানের লক্ষ্যে ৫৩ বল হাতে রেখেই সহজে জয় নিশ্চিত করে মাহমুদুলের কলাবাগান।
সংক্ষিপ্ত স্কোর-
সিসিএস: ৫০ ওভারে ১৮৫/৯ (পিনাক ১৫, রাজিন ০, সাইফ ৯, সালমান ২৪, নবি ২৭, অমিত ৩৮, উত্তম ৪, সাইফুদ্দিন ২৮, মেহরাব ১৩*, নাসুম ২২, শাওন ৩*; মাহমুদুল ৩/৩৭, আবু জায়েদ ১/৩৮, বিশ্বনাথ ১/১৫, মিরাজ ১/৪২, তাপস ০/১০, নূর ০/৯, সাক্সেনা ২/২৬, নুরুজ্জামান ১/৮)।
কলাবাগান একাডেমি: ৪০.১ ওভারে ১৮৬/৫ (লক্ষ্য ৪৯ ওভারে ১৮৪) (শুক্কুর ১৯, মায়শুকুর ৪, সাক্সেনা ৮৭, মাহমুদুল ৪৬, মিরাজ ১, তাপস ১৬*, নুরুজ্জামান ৪*; সাইফুদ্দিন ১/৩৯, নাসুম ২/৩১, শাওন ২/৫৪, সাইফ ০/১৫, উত্তম ০/১৩, মেহরাব ০/১৪, সালমান ০/১৫)।
ফল: কলাবাগান ক্রিকেট একাডেমি ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: যতিন সাক্সেনা
###########
গত আসরের রানার্সআপ প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে পেয়ে গেছে সআর আগে সুপার সিক্সের টিকিট। এই নিয়ে ১০ ম্যাচ খেলে ৭ জয় ও ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল এখন দোলেশ্বর। সমান ম্যাচে ৫ জয় ও ৫ হার নিয়ে টেবিলের ছয় নম্বর দল গাজী গ্রুপ।
বুধবার মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে গাজী গ্রুপ। জবাবে এক ওভার হাতে রেখে ৪৯ ওভারেই ৫ উইকেটে ২১৭ রান করে গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২১৩/৮ (এনামুল ১৮, শামসুর ৭, মেহেদি ২৪, গুরকিরাত ২১, সানি ৪৬, অলক ৯, ফারুক ১৭, ফরহাদ ২৩, শরীফ ৩৯*, সাজেদুল ০*; জিয়াউর ০/৩, রেজা ২/৫৩, আল আমিন ০/৫৪, মেনারিয়া ৩/২৯, সানজামুল ০/৩৪, নাসির ০/২২, রাহাতুল ১/১৬)।
প্রাইম দোলেশ্বর: ৪৯ ওভারে ২১৭/৫ (ইমতিয়াজ ৪, রবি ৩২, রকিবুল ২১, নাসির ৪০, মেনারিয়া ৫৯*, রনি ৪৩, রেজা ১১*; সাজেদুল ১/৪৩, শরীফ ১/২৩, অলক ১/৩৪, ফারুক ০/১১, মেহেদি ১/৩৬, গুরকিরাত ০/৩৫, শাদ ০/২৬)।
ফল: প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অশোক মেনারিয়া
Discussion about this post