বৃষ্টির উৎপাতে আগের দিন মাঠেই নামা হয়নি। তবে শনিবার ঠিকই বল মাঠে গড়াল। প্রীতির মোড়কে হওয়া সেই ম্যাচে দুই দলই ৪৫ ওভার করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। লক্ষ্য ছিল টেস্টের আগে প্রস্তুতিটা ঠিকঠাক মতো করে নেয়া। তেমন একটা ম্যাচ শেষ পর্যন্ত অনুমিতভাবে ড্র-ই হল।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৩৭ রান তোলে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। বিসিবি একাদশের হয়ে দারুণ বোলিং করেন সাব্বির। তুলে নেন ৩ উইকেট। তিনি ছাড়া কেউ উইকেট তুলে নিতে পারেননি। ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট করেন ৫৯ রান। মঈন আলি ২৪ ও ব্যালেন্সের ব্যাটে ২৭ রান।
জবাব দিতে নেমে ২ উইকেটে হারিয়ে বিসিবি একাদশ ১৩৬ রান তুলতেই শেষ হয়ে যায় দ্বিতীয় দিনের খেলা। শাহরিয়ার নাফীস ৭৯ বলে ৫১ ও সৌম্য সরকার ৯৬ বলে ৩৩ রান করেন। দুঃসময়ে থাকা সৌম্য রানে ফিরলেন।
রোববার-সোমবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ ও ইংল্যান্ড একাদশ।
এরপর ২০-২৪ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড একাদশ: ৪৫ ওভারে ১৩৭/৪ (ডাকেট ৫৯*, হাসিব ১২, রুট ২, মঈন ২৪, ব্যালান্স ২৭*, বেয়ারেস্টো ২*; সাব্বির ৩/২৭)
বিসিবি একাদশ প্রথম ইনিংস: ৪৪ ওভারে ১৩৬/৪ (শাহরিয়ার রিটায়ার্ড আউট ৫১, সৌম্য রিটায়ার্ড আউট ৩৩, শান্ত ১১, সাব্বির ৩০, মোসাদ্দেক ০; ব্রড ০/২০, ব্যাটি ২/৩১, ফিন ০/২৬, আনসারি ০/২৩, রশিদ ০/১০, মঈন ০/২২, বল ০/১)।
ফল: ম্যাচ ড্র
Discussion about this post