এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট খেলার মধ্যে নেই বাংলাদেশ। সর্বশেষ গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, তারপর থেকেই অভিজাত সেই ফরম্যাটে নেই টাইগাররা। তবে বৃহস্পতিবার সেই অপূনর্তা ঘুচে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে মুশফিকুর রহীমের দল।
সেই টেস্টের লম্বা বিরতির প্রসঙ্গটা ঘুরে ফিরে আসছে। যদিও ব্যাপারটায় চিন্তিত নন সাকিব আল হাসান। এই তারকা অলরাউন্ডার মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। বললেন, ‘এটা সমস্যার কারণ হলেও হতে পারে। আসলে আত্মবিশ্বাস কতটুকু সেটা ম্যাচে গেলেই বোঝা যাবে। অনেক দিন টেস্ট খেলি না। আমরা প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি। আসলে খুব বেশি কিছু করারও নেই।’
দীর্ঘ সময় টেস্ট খেলতে না পারায় শুধু বাংলাদেশেরই নয়, সাকিবেরও ক্ষতি হয়ে গেল। সাদা পোশাকে প্রায় দেড় বছর খেলা হল না। এনিয়ে দশ বছরের ক্যারিয়ারের আক্ষেপের শেষ নেই। মঙ্গলবার বললেন, ‘এনিয়ে এরকম ঘটনা তিনবার হল। ক্যারিয়ার থেকে তিনটা বছর উধাও হয়ে গেল। কিন্তু কিছুই করার নেই। সুযোগগুলো এখন কাজে লাগাতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে চট্টগ্রামে দলে আছেন চার তরুন ক্রিকেটার- সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান সোহান। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তারা।
সাকিব সেই চার তরুনকে শুভেচ্ছা জানালেন। ৪২ টেস্টে ১৪৭ উইকেট নেয়া সাকিব বললেন, ‘আমি আশা রাখি যারা একাদশে সুযোগ পাবে, তারা সবাই দলের প্রয়োজনে জ্বলে উঠবে। ওদের জন্য কামনা।’
Discussion about this post