আগের দিনের জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিজেদের মাঠে নেমেছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। গ্যালারিতেও ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। কিন্তু শেষ পর্যন্ত জয় হলো বৃষ্টির। প্রকৃতির বৈরিতায় সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচটি মাঠেই গড়াতে পারল না।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় দেড় ঘণ্টা বিলম্বে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ফ্যালকনস অধিনায়ক ইমাদ ওয়াসিম বোলিংয়ের সিদ্ধান্ত নেন। লক্ষ্য ছিল প্রতিপক্ষকে ১৩০-১৪০ রানের মধ্যে আটকে রাখা। তবে খেলা শুরু হওয়ার আগেই আবার বৃষ্টি নামলে ভেজা মাঠের কারণে আম্পায়াররা শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত দেন। ফলে দুই দলকে একটি করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।
অ্যান্টিগার হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে ব্যাট–বলে ভালো করতে না পারলেও আজকের ম্যাচে সুযোগ ছিল ছন্দে ফেরার। কিন্তু বৃষ্টির কারণে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। এখন পর্যন্ত তিন ম্যাচে সাকিব করেছেন ১৬ বলে ১১ ও ১৩ বলে ১৩ রান, সঙ্গে বোলিংয়ে এক ওভারের বেশি সুযোগ পাননি। টি–টোয়েন্টিতে ৫০০ উইকেট পূরণ করতে তার দরকার মাত্র দুই উইকেট।
তিন ম্যাচে এক জয়, এক হার ও এক পরিত্যক্ত ম্যাচে অ্যান্টিগা ফ্যালকনসের সংগ্রহ তিন পয়েন্ট। অন্যদিকে আজকের ম্যাচ দিয়েই এবারের আসরে পয়েন্টের খাতা খুলেছে সেন্ট লুসিয়া কিংস।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের পরের ম্যাচ এই মাঠেই, বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।
Discussion about this post