অঙ্কের মারপ্যাচ শেষে আইপিএলের শেষ উঠল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে উঠার লড়াইয়ে তারা মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারাল। অবশ্য আগেই মুস্তাফিজের দল পেয়ে যায় প্লে-অফের টিকিট।
রোববার টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে কলকাতা। কলকাতার হয়ে নারিন তিনটি ও কুলদীপ নিয়েছেন দুটি উইকেট। সাকিব ৪ ওভারের স্পেলে ৩৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে সানরাইজার্স।
জিততে ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সানরাইজার্সের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শিথর ধাওয়ান দেখে-শুনে শুরু করেন। কলকাতার হয়ে ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। কিন্তু ১ ছয় আর ১ চারে নিজের প্রথম ওভারে ১১ রান দেন এই তিনি।
দেশের বাইরে দারুণ এক দৃশ্যের দেখা যায়। এক প্রান্তে বল করছেন মুস্তাফিজ আর অন্য প্রান্তে ব্যাট হাতে সাকিব।
Discussion about this post