জিতলেই ফাইনালের টিকিট। এমন সুযোগটা কাজে লাগাতে ভুল করল না সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াহস। বৃহস্পতিবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে প্লে-অফের প্রথম ম্যাচে ডাকওয়াথ লুইস ম্যাথডে দল জিতেছে ১৯ রানে। তাতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের টিকিট পেয়ে গেছে সাকিবের দল।
ম্যাচে বল হাতে চমক দেখিয়েছেন জ্যামাইকার বাংলাদেশিল তারকা সাকিব আল হাসান। ১১তম ওভারে বোলিংয়ে এসে তিনি তুলে নেন ৩টি উইকেট।
বাংলাদেশ সময় শনিবার ভোরে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে জ্যামাইকা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে অ্যান্ড্রু রাসেলের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ১৯৫ রানের পাহাড় গড়ে তারা। জবাব দিতে ত্রিনিদাদ এন্ড টোবাগো ব্যাট হাতে নামলেও বৃষ্টির বাধায় পড়ে। এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ ওভার কমিয়ে দেয়া হয়। লক্ষ্য কমে দাঁড়ায় ১৩০ রানে। কিন্তু ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ১১০ রান করে তারা।
বল হাতে ঝড় তোলা ছাড়াও এই ম্যাচে ব্যাটও কথা বলে সাকিবের। টাইগার অলাউন্ডার ২৩ বলে ১৯ রান করেন। আর বল হাতে ২ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট।
ফাইনালে, সাকিব-ক্রিস গেইলরা খেলবেন গায়না আমাজন ওয়ারিয়র্সের সঙ্গে।
নিজের দ্বিতীয় ওভারে সাকিব ফেরান হাশিম আমলা, সুনিল নারাইন আর অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে। তাতেই দলের জয় নিশ্চিত হয়ে যায়। এর আগে আন্দ্রে রাসেল ৪৪ বলে ১১টি ছক্কা আর তিনটি চারে করেন ১০০ রান।
Discussion about this post