ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে বাংলাদেশ ক্রিকেটে স্বস্তির বাতাস! হাসিমুখ সবার। সাকিব আল হাসান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। মৌখিকভাবে জানানোর পর বৃহস্পতিবার চিঠি দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। তার মধ্য দিয়ে বড় জটিলতা কাটল।
আন্তর্জাতিক বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনে নিষিদ্ধ এই জুয়া। তেমন একটি বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে সাকিব চুক্তিবদ্ধ হতেই নড়েচড়ে বসে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কড়া বক্তব্যে দেন। জানান সাকিবকে বেট উইনার অথবা বাংলাদেশ ক্রিকেট দুটোর একটা বেছে নিতে হবে। এরপরই সাকিব দ্রুত সিদ্ধান্ত নেন। বেটউইনারনিউজের সঙ্গে চুক্তি বাতিলের কথা বিসিবিকে লিখিতভাবে জানিয়ে দেন। একইসঙ্গে নিজের অফিসিয়াল ফেসবুক পোস্ট সরিয়ে নেওয়াসহ এই প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথাও নিশ্চিত করলেন সাকিব।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, এই চুক্তি থেকে সরে না এলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না সাকিবের। চুক্তি বাতিল করার পর নিশ্চিত হয়ে গেল এশিয়া কাপ দলে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নেতৃত্বেও আসতে পারেন তিনি।
গত ২ আগস্ট সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বেটউইনার নিউজের প্রচার করা হয়। সেখানে বেটউইনার নিউজের জার্সি পরা ছবি দিয়ে তিনি লেখেন, ‘বেটউইনারনিউজের সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারীত্বে আমি গর্বিত।’
ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন সাকিব। সেখান থেকেই জানান তিনি বেটিং নিউজ সাইটটির সঙ্গে চুক্তি বাতিল করেছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। এর অর্থ ছুটি শেষে সাকিব যোগ দেবেন জাতীয় দলে।
Discussion about this post