র্যাঙ্কিংয়ের দুনিয়ায় রাজত্ব চলছেই সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সোমবার ঘোষিত ওয়ানডের র্যাঙ্কিংয়ে দাপট এই তারকার। ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় তিনিই আছেন শীর্ষে। আবার বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি আছেন দ্বিতীয় স্থানে।
একইসঙ্গে টি-টুয়েন্টিতেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন সাকিব। যদিও টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের রবিচন্দ্রন অশ্বিনের চেয়ে এক ধাপ পেছনে এই টাইগার তারকা।
সোমবার ঘোষিত সর্বশেষ হিসেবে দেখা গেল ওয়ানডেতে সর্বোচ্চ ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন সাকিব। দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ হাফিজ। তার অর্জন ৩৬৩ পয়েন্ট। শীর্ষ পাঁচে থাকা অপর তিনজন হলেন যথাক্রমে- তিলকারত্নে দিলশান (৩৪৯), গ্লেন ম্যাক্সওয়েল (৩৩৬) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৩৫)।
এদিকে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৬৯৯।
ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। ২০তম স্থানে বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সৌম্য সরকার ২১, তামিম ইকবাল ২৬ ও সাকিব আল হাসান রয়েছেন ৩১ নম্বরে।
আবার বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি তারকাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা রয়েছেন ১৩তম স্থানে। আরাফাত সানি ৪২, রুবেল হোসেন ৪৩ ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৪৪তম স্থানে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুমিনুল হক। তিনি আছেন ২৩তম স্থানে। তামিম ২৫ ও সাকিব রয়েছেন ২৬ নম্বরে।
Discussion about this post