অনিশ্চয়তা শেষে জানা গেল-সাকিব আল হাসানকে নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। এই অলরাউন্ডারকে রেখেই দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সাকিবের টেস্ট দলে থাকা-না থাকা নিয়ে ছিল নানা গুঞ্জন ছিল। শেষ অব্দি এই তারকা ক্রিকেটারকে রেখেই ঘোষণা করা হয় দল। অবশ্য দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন না তিনি। দুবাইয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে না থাকা মুশফিকুর রহিম পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরলেন। তাসকিন আহমেদকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে ১২ আগস্ট পাকিস্তান সফরের জন্য দেশ ছাড়বে দল।২১ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডিতে। ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাকিস্তান সফরের বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
Discussion about this post