ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্লো উইকেট। মনে হচ্ছিল আফগানিস্তানের ১৩৮ রান টপকে যাওয়া সহজ হবে না। রশিদ খানদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়েছিল দল। তবে এই ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটে রক্ষা। হঠাৎ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাড লাইট বিভ্রাটের পর খেলা শুরু হতেই বিপাকে পড়ে দল। টানা তিন ওভারে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তখনই ত্রাণকর্তা খোদ অধিনায়ক।
সাকিব আল হাসানের ব্যাটে ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে টাইগাররা তুলে নেয় ৪ উইকেটের জয়।
যদিও সমীকরণ বেশ কঠিন হয়ে যায় শেষ দিকে। শেষ ৩ ওভারে জিততে চাই ২৭ রান। দুই ওভার বাকি ছিল রশিদ খানের।নিজের প্রথম দুই ৯ রান দিয়ে ২ উইকেট নেন এই লেগ স্পিনার। কিন্তু তারই করা ১৮তম ওভারে ১৮ রান নেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। ম্যাচটা এসে যায় হাতের মুঠোয়।
টি-টুয়েন্টিতে রেকর্ড টানা ১২ জয়ের পর টানা দুই হার আফগানদের। আর দলটির বিপক্ষে টানা চার হারের পর জয় পেল বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর ফাইনালের আগে আত্মবিশ্বাসটাও বাড়ল টাইগারদের।
ম্যাচে জিততে টার্গেট ছিল ১৩৯ রান। আর সেই লক্ষ্যটা ৬ বল বাকি থাকতেই করে ফেলে স্বাগতিক দল। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই দল খেলবে ফাইনালে।
ম্যাচে ৪৫ বলে ৮ চার ও এক ছক্কায় সাকিব করেন অপরাজিত ৭৯ রান। ১২ বলে ১ চারে ১৯ রান মোসাদ্দেক হোসেনের ব্যাটে। এর আগে ২৬ রান করেন মুশফিকুর রহীম।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৮/৭ (রহমানউল্লাহ ২৯, জাজাই ৪৭, আসগর ০, নাজিবউল্লাহ ১৪, নবি ৪, নাইব ১, শফিকউল্লাহ ২৩*, জানাত ৩, রশিদ ১১*; সাইফ ৪-০-২৩-১, শফিউল ৪-০-২৪-১, সাকিব ৪-০-২৪-১, মাহমুদউল্লাহ ১-০-১৬-০, মুস্তাফিজ ৩-০-৩১-১, মোসাদ্দেক ১-০-১০-০, আফিফ ৩-১-৯-২)
বাংলাদেশ: ১৯ ওভারে ১৩৯/৬ (লিটন ৪, শান্ত ৫, সাকিব ৭০*, মুশফিক ২৬. মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১, আফিফ ২, মোসাদ্দেক ১৯*; মুজিব ৪-০-১৯-১, নাভিন ৪-০-২০-২, জানাত ৩-০-৩১-১, নাইব ২-০-১৬-০, নবি ৩-০-২৪-০, রশিদ ৩-০-২৭-২)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post