সাকিব আল হাসান মাঠে নামা মানেই যেন রেকর্ডের হাতছানি। সেই সুযোগ সামনে রেখে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। সেই লক্ষ্য পূরনও হয়ে গেল তার। ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে উঠে আসলেন সাকিব।
মিরপুরের শেরে বাংলায় শুক্রবার ইংলিশ ওপেনার জেসন রয়ের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে পেছনে ফেলেন এই স্পিনার।
জেসন রয় ৪০ বলে ৪১ রান করে আউট হয়ে যান। এই উইকেটটি তুলে নেয়ার মাধ্যমেই ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ওয়ার্নকে টপকে গেলেন সাকিব।
পরে আরেকটি উইকেট নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশের মাটিতে একদিনের ম্যাচে তার বর্তমান উইকেটসংখ্যা ১৩৬। ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলা ওয়ার্নের উইকেট ১৩৪টি। বলা দরকার, ১৫৪ উইকেট নিয়ে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন থাকছেন সাকিবের ওপরে। ১৯৩টি উইকেট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভারে ৫৯ রানে সাকিব নেন ২ উইকেট।
Discussion about this post