বড় দূর্ঘটনা থেকে বেঁচে গিয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাকিব আল হাসান। সঙ্গে তার ভক্ত আর সতীর্থরাও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ঈদ আনন্দ শেষে বড় এক দুঃসংবাদ শোনা থেকে বেঁচে গেল বাংলাদেশ। এইতো গত শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় ভাড়ায় চালিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেটিতে করে বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে কক্সবাজারে গিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নামিয়ে দিয়ে উড়তেই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
সেই দুর্ঘটনার একজন মারা গেছেন। পাইলটসহ চারজন আহত।
এ অবস্থায় হাফ ছেড়ে যেন বেঁচেছেন সাকিব ভক্তরা। ঘটনার কথা ভাবতেই ভয়ে হিম হয়ে যাচ্ছেন সবাই। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম বলছিলেন, ১৭ কোটি মানুষের দোয়া থাকায় বেঁচে গেছেন সাকিব। তিনি ফেসবুকে লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ, ১৭ কোটি মানুষের দোয়া ছিল। সাকিব সুস্থ ও নিরাপদে আছে শুনে ভালো লাগছে। কিন্তু এ ঘটনায় যিনি জীবন হারিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। চলুন, তার আত্মার জন্য প্রার্থনা করি…।’
শুক্রবার রাতেই ঢাকা ফেরার কথা ছিল টাইগার ক্রিকেটারের। কিন্তু দুর্ঘটনার খবর শুনে চিন্তিত সাকিব তার ফেরার পরিকল্পনা স্থগিত করে দেন। শনিবার হেলিকপ্টার নয়, বিমানে ফেরার কথা রয়েছে তার।
জানা গেছে ঈগল বি এজেন্ট নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে হেলিকপ্টারে কক্সবাজারে যান সাকিব। সেখানে ইনানী সমুদ্রসৈকতে শুটিং হয়েছে। সাকিব দূর্ঘটনা নিয়ে একটি মিডিয়াকে বলছিলেন, ‘আমি ভালো আছি। আসলে দুর্ঘটনা সম্পর্কে আমি কিছুই বলতে পারব না। ওই সময় আমি শুটিংয়ে ছিলাম।’ তবে পুরো ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি। সাকিব কক্সবাজার যাচ্ছেন তারা নাকি জানতেনই না!
Discussion about this post