তিনি এখন এক ক্রিকেট যাযাবর। বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি লিগ মানেই যেন সাকিব আল হাসানের উপস্থিতি নিশ্চিত। সব জায়গা থেকেই ডাক মেলে তার। আবার সফলতা দিয়ে আলোচনায়ও থাকেন এই টাইগার স্পিনার। জ্যামাইকার ক্যারিবিয়ান ক্রিকেট লিগ জয়ের পথে সাকিব রাখলেন বড় ভূমিকা। তাতেই সাঈদ আজমল ও সুনিল নারাইনকে পেছনে ফেলে বাংলাদেশের বাঁ-হাতি এই স্পিনার গড়লেন অনন্য এক রেকর্ড।
বাংলাদেশের হয়ে ২০০৬ সালে টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছিল সাকিবের।
ক্যারিবিয়ান ক্রিকেট লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে সোমবার শিরোপা জিতেছে সাকিবের জ্যামাইকা। সেই ম্যাচে ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নেন সাকিব। এ নিয়ে সবমিলিয়ে ২০৯ টি-টুয়েন্টি ম্যাচে ২৪২ উইকেট পেলেন এই টাইগার স্পিনার। এর আগে ২৯১টি ২০ ওভারের ম্যাচে ২৪১টি উইকেট নিয়েছিলেন নারাইন। এছাড়া ১৭৪ ম্যাচে ২৪০ উইকেট রয়েছে পাকিস্তানের আজমলের। শহিদ আফ্রিদির উইকেট ২২৩ ম্যাচে ২৩৯টি। স্পিনারদের মধ্যে সাকিবই এখন সেরা।
এমনিতে টি-টুয়েন্টিতে পেস-স্পিন মিলিয়ে ৩৪১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ডোয়াইন ব্রাভো। ২৯৯ উইকেটে আটকে আছেন লাসিথ মালিঙ্গা। পাকিস্তানের ইয়াসির আরাফাতের উইকেট ২৮০, দক্ষিণ আফ্রিকার আলফসো টমাসের ২৬৩। আজহার মাহমুদ নিয়েছেন ২৫৮ উইকেট, ২৫৭টি নিয়েছেন ডার্ক ন্যানেস। এরপরই রয়েছেন সাকিব।
Discussion about this post