সাকিব আল হাসানের তুলনা তিনি নিজেই। একের পর রেকর্ড গড়ে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার আরো একটা কীর্তির সামনে দাড়িয়ে তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের অনন্য এক রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে।
শহিদ আফ্রিদির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অনন্য এক ডাবলসের সামনে দাড়িয়ে সাকিব। এমনকি পাকিস্তান অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ারও সুযোগ রয়েছে টাইগার অলরাউন্ডারের সামনে।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে এক হাজার রান ও ৫০ উইকেট অর্জনের দ্বারপ্রান্তে সাকিব। এর আগে এই রেকর্ড গড়েছেন একজনই, তিনি আফ্রিদি। এবার চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১৫৭ রান সঙ্গে পাঁচটি উইকেট পেলেই চলবে।
৬৯তম ম্যাচে এসে হাজার রান ও ৫০ উইকেট নেন আফ্রিদি। আর সাকিব মাত্র ৩৮ ম্যাচ থেকে ৮৪৩ রান করেছেন।
সেই মাহেন্দ্রক্ষণ এই সিরিজে না হলেও সমস্যা নেই। টি-টুয়েন্টি বিশ্বকাপের বড় মঞ্চের জন্যও তেমন রেকর্ড তোলা থাকতে পারে।
Discussion about this post