ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বিপিএল ফাইনালে বাঁ-হাতের আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। এ কারণে যেতে পারেন নি নিউজিল্যান্ড সফরে। এরমধ্যে সাকিব পরিবার নিয়ে মার্কিন মুল্লুকে ঘুরে এসেছেন। এ অবস্থায় কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তিনি খেলবেন কীনা সেটাও নিশ্চিত নয়। সাকিব আমেরিকা ও ব্যাংকক হয়ে রোববার মধ্য রাতে দেশে ফিরেছেন।
জানা গেছে সোমবার দুপুরের পরই হাতের আঙ্গুলে এক্সরে করেছেন সাকিব। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এক্সরে করা হয় টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এনিয়ে গণমাধ্যমে বলেন, ‘আজই অ্যাপোলো হাসপাতালে সাকিবের এক্সরে করা হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি রিপোর্টের। মঙ্গলবার রিপোর্ট পাবার পর পরবর্তী করণীয় ঠিক করবো আমরা।’
মঙ্গলবার এক্সরে রিপোর্টসহ সাকিব বোর্ডে চিকিৎসকদের সঙ্গে কথা বলেই সব ঠিক করবেন। তখনই উত্তর মিলবে তিনি আদৌ খেলতে পারবেন নিউজিল্যান্ডের বিপক্ষে? জানা গেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবেন না তিনি। তবে
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ওই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি খেলবেন কীনা সেই প্রশ্নেরও উত্তর নেই। এক্সরে রিপোর্ট পেয়েই এনিয়ে সিদ্ধান্ত নেবেন সাকিব।
Discussion about this post