দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস বলে পরিচিত এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে ৬৩ কেজি ইভেন্টে সোনা জেতেন তিনি। এদিন আরেক নারী ভারত জয় করেছেন। সাতারে স্বর্ণ এনেছেন মাহফুজা খাতুন শীলা।
ভারতের আসামে সাউথ এশিয়ান গেমসে রোববার সকালেই মেয়েদের ভারোত্তোলনে ৫৮ কেজি ইভেন্টে রুপা জিতেন বাংলাদেশের ফুলাপাতি চাকমা। এরপর বিকেলে মাবিয়ার চমক। ভারোত্তোলনে ৬৩ কেজি ইভেন্টে এ পদক জেতেন তিনি। এর আগে শনিবার ৪৮ কেজি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন আরেক নারী ভারোত্তোলক মোল্লা সাবিরা।
এরপর বিকেলে সুইমিং পুলে ঝড় তুলেন মাহফুজা খাতুন শীলা। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোককে সাঁতারে স্বর্ণ জেতেন তিনি। বলা দরকার এর আগে ২০০৬ সালে সর্বশেষ সাঁতার থেকে স্বর্ণ পদক পেয়েছিল বাংলাদেশ।
এবার মনে হচ্ছে অতীতের সাফল্যকেও ছাড়িয়ে যাবে লাল-সবুজেদর দেশ।
Discussion about this post